Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

মহিলা বিষয়ক অধিদপ্তর দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে  রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় আনয়নের লক্ষে নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দরিদ্র সীমার নীচে বসবাসকারী 20600 জন নারীকে ভিজিডি, 9896 নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান, 3250 নারীকে ল্যাকটেটিং ভাতা প্রদান, 1545 জন নারীকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। 3000 হাজার নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। 1000 জন মহিলাকে আইনি সহায়তা এবং  01টি ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে 176 জন শিশুকে দিবাকালীন সেবা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষণে” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে 72 টি ক্লাব পরিচালনা করা হয়েছে।